About Us
About Us

ওয়াটার ট্যাংক ক্লিনিং বাংলাদেশ


আপনি জানেন কি.....?
আপনার ভবনের পানির ট্যাংকিই আপনার শত্রু, কারণ আমরা নিজেরাও জানি না আমাদের প্রতিদিনকার পানীয় ও ব্যবহার্য পানির উৎস সাপ্লাই ও রিজার্ভ ট্যাংক এর মধ্যে লুকিয়ে আছে অসংখ্যক জীবানু ও ব্যাকটেরিয়া। আমাদের পানির ট্যাংকের তলায় আমাদের অজান্তে পড়ে থাকে ধুলোর আস্তরণ, শ্যাওলা, ছত্রাকজাতীয় উদ্ভিদ, লাইনে আসা ময়লা, মরা পোকামাকড় ও দেওয়ালের আস্তরণ। এতে পানি বেশি দুর্গন্ধযুক্ত এবং দূষিত হয়। আর এই দূষিত পানি ব্যবহারের ফলে শরীলে বাসা বাঁধতে থাকে নানান মরণব্যধী। আর এ দূষিত পানি পান করে এশিয়া মহাদেশে গড়ে প্রতি বছর কমপক্ষে ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) লোক মারা যায়, সূত্র দৈনিক জনকণ্ঠ ৯.০৮.২০০০ বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরিপে বলা হয়েছে শতকরা ৭৫- ৮৫ ভাগ ক্যান্সার পানি এবং পরিবেশ থেকে সৃষ্টি হয়। অতএব, আপনার ভবনের পানির ট্যাংকি ও সার্ভিস পাইপ এবং কন্সিল পাইপ নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়মিত পরিস্কার রাখুন।